ফের যান্ত্রিক ত্রুটি! মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামলো এয়ার ইন্ডিয়ার বিমান

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিমান আতঙ্ক যেন পিছু ছাড়ছেই না। গত সপ্তাহেই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বি ৭৮৭ বিমান মাত্র ৩২ সেকেন্ডের বেশী আকাশে উড়তে না পেরে নীচে ভেঙে পড়ে। এর জেরে পাইলট ক্রু সহ ২৪১ জন যাত্রীর প্রাণ হারিয়েছেন। বিমানটির দু’টি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে। আপাতত ব্ল্যক বক্স উদ্ধার করে তদন্ত চলছে। এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত। এরই মধ্যে আবারও এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে ত্রুটি।

গতকাল মাঝ রাতেরবেলা এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমান নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে। জানা গেছে, বিমানটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাচ্ছিল। কিন্তু কলকাতার কাছে এসে বাম দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই কলকাতা বিমানবন্দরে দ্রুত অবতরণ করে। এরপর বেশ কয়েকঘণ্টার পরীক্ষা-নিরীক্ষার ফলে দীর্ঘ সময় যাত্রীরা বিমানেই বসে থাকেন। পরে ভোরবেলা ৫টা ২০ মিনিটে যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়।

তারপর যাত্রীরা লাউঞ্জে চলে যান। আর সব যাত্রী নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। তবে যাত্রীদের একাংশ কর্তৃপক্ষকে বিকল্প মুম্বইগামী বিমানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। কেউ কেউ বিকল্প বিমানে মুম্বই যাত্রার সুবিধা পেলেও বাকিদের কলকাতা বিমানবন্দরেই অপেক্ষা করতে হয়। পরে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক যাত্রীদের জানান, ‘‘মুম্বইগামী বিমানগুলিতে আসন বিশেষ ফাঁকা নেই।’’


এই অবস্থায় বিমান সংস্থা যাত্রীদের একটি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। এদিকে, যাত্রীদের বিমান থেকে নামানোর পরে বিমানটিকে দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। বিমান সংস্থার কর্মীরা (গ্রাউন্ড স্টাফ) ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন। কিন্তু বারবার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গতকাল সকালবেলা হংকং থেকে যাত্রা শুরুর সামান্য পরেই এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বোয়িং 787-8 দিল্লিগামী বিমানে যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় ৷ পাইলট বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে বিমানের অভিমুখ ঘুরিয়ে হংকংয়ের বিমানবন্দরে অবতরণ করেন৷ এছাড়া কয়েকদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার পথে বিভ্রাটের মুখে পড়ে। বে থেকে রানওয়ের দিকে গিয়েও আবার ফিরে আসে। পরিস্থিতি এমন হয় যে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে তুলে দেওয়া হয়।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031