অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ নিউটাউনের ‘বলাকা’ নামের একটি বহুতল আবাসনের তিন নম্বর গেটের কাছে আগুন লেগে এলাকায় তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে পার্শ্ববর্তী এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে।
দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি আবাসনের ওই অংশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান যে, ‘‘ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।’’ আবার অনেকের দাবী, ‘‘আবাসনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।’’ যদিও আগুন লাগল কিভাবে তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here