অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতায় ডেঙ্গিতে আরো এক জনের মৃত্যু হয়েছে। তিন দিন আগে ১১ বছর বয়সী ওই নাবালককে ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মৃত নাবালকের নাম জয় বিশ্বাস। বাড়ি নদিয়ার হাঁসখালি গ্রামে।
হাসপাতাল সূত্রে খবর, গত ২১ শে জুলাই জয় জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার তার মৃত্যু হয়েছে। চলতি মরসুমে এই নিয়ে শহরের হাসপাতালগুলিতে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত জন হয়েছে। এর আগে মঙ্গলবারেও কলকাতার হাসপাতালে ডেঙ্গিতে তিন জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
যার মধ্যে ২১ শে জুলাই ৪৫ বছর বয়সী নদীয়ার রানাঘাটের এক জন মহিলার মৃত্যু হয়। এছাড়া ওই দিনই ৩০ বছর বয়সী বাঙুর অ্যাভিনিউয়ের এক জন তরুণীর লেকটাউনের বেসরকারী হাসপাতালে মৃত্যু হয়। এরপর ৬৬ বছর বয়সী তাহেরপুরের এক জন বৃদ্ধ কলকাতার ফুলবাগানের হাসপাতালে মারা গিয়েছেন। প্রতি ক্ষেত্রেই মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আবার গত শনিবার ১০ বছর বয়সী এক জন নাবালিকা পার্ক সার্কাসের একটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছে। প্রতি বছরের ন্যায় চলতি বছর বর্ষার মরসুমেও কলকাতায় ডেঙ্গিকে কেন্দ্র করে অত্যন্ত উদ্বেগ ছড়াচ্ছে। তাই আগামীকাল নবান্ন পরিস্থিতি বিবেচনা করে বৈঠক ডেকেছে।
Sponsored Ads
Display Your Ads Here
মুখ্যসচীব হরিকৃষ্ণ দ্বিবেদী ওই বৈঠকে স্বাস্থ্যভবনের বিভিন্ন কর্তা ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সাথে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ডেঙ্গি রুখতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে আর জেলায় জেলায় সচেতনতামূলক প্রচার চালানো হবে কিভাবে সেই বিষয়ে আলোচনা হতে চলেছে।