নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের নাসিকের ইয়োলা শহরে আফগানিস্তান থেকে আসা খজা সৈয়দ চিস্তি নামে এক জন মুসলমান ধর্মগুরুকে গুলি করে খুন করা হয়েছে।
জানা যায়, স্থানীয় বাসিন্দারা সৈয়দ চিস্তিকে সুফি বাবা নামে ডাকতেন। গতকাল তাঁকে কোনো এক জন আততায়ী মাথায় গুলি করে হত্যা করে গাড়ি নিয়েই চম্পট দেন। ফলে প্রাথমিক ভাবে সৈয়দ চিস্তির গাড়ির চালককে আততায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

- Sponsored -
ইতিমধ্যে পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করছেন। আফগানিস্তান থেকে আসার পর দীর্ঘ দিন সৈয়দ চিস্তি নাসিকে বসবাস করছিলেন। অতএব এই খুনের পিছনে কোনোরকম ধর্মীয় কারণ নেই বলে মনে করা হচ্ছে।
সুতরাং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি জমি নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছেন। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে, কয়েক বছর আগে সৈয়দ চিস্তির বিরুদ্ধে একটি জমি দখলের অভিযোগ উঠেছিল। সৈয়দ চিস্তি আফগানিস্তানের নাগরিক। আইনত তিনি ভারতে জমি কিনতে পারেন না।