নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ “রাজ্য জুড়ে অরাজকতা চলছে সেই জন্য সাধারণ মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বললেন রাজ্যপাল জয়দীপ ধনকর”।
https://www.youtube.com/watch?v=x0at02USsmw
Sponsored Ads
Display Your Ads Hereশুক্রবার সকালে রাজ্যপাল কোচবিহার থেকে শিলিগুড়ির স্টেট গেষ্ট হাউসে এসে পৌঁছান। সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানালেন, “রাজ্যপাল রাজ্যের কোথায় যাবে তার জন্য রাজ্য সরকারের অনুমতি নেব? রাজ্যের মানুষ ভীত অবস্থায় রয়েছে৷ মানুষ রাজ্যের পুলিশকে দেখে ভয় পাচ্ছে। অন্যদিকে পুলিশ শাসক দলের নেতাদের ভয় পাচ্ছে। আমি কোচবিহারে সাধারণ ও আতঙ্কিত মানুষের কাছে গিয়েছিলাম। তাদের কাছে জিজ্ঞাস করে ছিলাম কেউ এসেছিল? তারা একটাই জবাব দিয়েছে যারা আতঙ্ক তৈরী করেছে তারাই এসেছে। ফলে সেখানকার মানুষ আরো আতঙ্কিত হয়ে রয়েছে। এছাড়া রাজ্যে কোনো ভ্যাক্সিনের ঘাটতি নেই বললেন রাজ্যপাল”।