নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বেশ কিছু জোর করে তোলা নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে এক জন যুবককে গ্রেফতার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ রা মে অর্থাৎ বুধবার বিকেলবেলা ওই কিশোরী বাড়ি থেকে কিছু দূরে টিউশন পড়তে গিয়েছিল। এরপর সন্ধ্যাবেলা ছুটি হলে বাড়ি ফেরার সময় সে মসজিদ সংলগ্ন এলাকায় আসতেই আসিক মুখ চেপে জোর করে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই কিশোরীর নগ্ন অবস্থার ছবি তুলে নেয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এমনকি এই ঘটনার কথা বাইরে জানালে ওই ছবি নেট মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারপর সেখান কোনোক্রমে বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। ওই কিশোরী শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক ভাবেও বিধ্বস্ত থাকায় তাকে কি হয়েছে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা বিষয়টি জানা যায়।
এরপর ওই যুবকের বিরুদ্ধে পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে আসিককে বাড়ি থেকে গ্রেফতার করে আসিকের বিরুদ্ধে পকসো মামলা রুজু করে তদন্ত শুরু করেন। গতকাল তাকে তেহট্ট আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, এর আগেও আসিককে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।