নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার ৭১ বছর বয়সী রত্না সরকার নামে এক বৃদ্ধার বিবস্ত্র মৃতদেহ। মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ে অবিবাহিত রত্না দেবী প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। নিজেই রান্না করে খেতেন। কিন্তু বেশ কিছুদিন থেকে মোবাইল বন্ধ থাকায় কেউ যোগাযোগ করতে পারছিলেন না।
এদিন দুই বন্ধু খোঁজ করতে এসে দেখেন ফ্ল্যাটের কোলাপসিবল গেটের বাইরে থেকে তালা দেওয়া। ডাকাডাকি করে সাড়া না পেয়ে নেমে আসেন। এরপর রত্না দেবীর বোনের বাড়িতে খোঁজ নিতে গেলে তার বোনপো ও ভগ্নিপতি ফ্ল্যাটে আসেন। তবে কিছুই বুঝতে না পেরে কোতোয়ালি থানায় গিয়ে পুলিশের কাছে খবর দেন।
গেটে বাইরে থেকে তালা দেওয়া থাকলেও দরজা ভেজানো ছিল। তাই পুলিশ আসার আগেই সকলে দরজা ঠেলতেই বিকট গন্ধ বেরিয়ে আসে। পুলিশ এসে তালা ভেঙে ভিতরে ঢুকে দেখেন পাখার ব্লেড থেকে কাপড়ের ফাঁসে বৃদ্ধার মৃতদেহ ঝুলছে। যা বিবস্ত্র অবস্থায় ছিল। মৃতদেহে পচনও ধরে গিয়েছে।
তারপর মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। আপাতত পুলিশ সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন। এর পাশাপাশি এটি খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে।