মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সন্ধ্যেবেলা উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে একা থাকার সুযোগ ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে বেধড়ক মারধর করে অস্ত্র দিয়ে গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়। আক্রান্ত বৃদ্ধার নাম সালেহা বিবি।
জানা গিয়েছে, সালেহা বিবিকে প্রতিবেশীরা না দেখে অনেক ডাকাডাকি করে। কিন্তু সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা ঘরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যান। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সালেহা বিবির স্বামী আব্দুল ওয়াহাব জানান, “তাদের সোহাই এলাকায় একটি বাড়ি রয়েছে। সালেহা বিবি মির্জানগর এলাকার বাড়িতে ভাড়া থাকেন। প্রতিবেশীদের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন”
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া দাবী করেছেন, “মাসখানেক আগে সালেহা বিবির কয়েক জন প্রতিবেশীর সাথে অশান্তি হয়েছিল। তখন তাকে বেধড়ক মারধর করা হয়।” তাই এই ঘটনার নেপথ্যে ওই প্রতিবেশীরা থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আব্দুল ওয়াহাবের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই জন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কিন্তু সালেহা বিবিকে কে বা কারা কি উদ্দেশ্যে খুন করার চেষ্টা করেছে তা জানার জন্য সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here