আলাস্কার দ্বীপে দেখা দেল এক অত্যাশ্চার্য জীব
ব্যুরো নিউজঃ অনেক সময় সমুদ্র থেকে এমন কিছু প্রাণী বেরিয়ে আসে যেটা সাধারণ মানুষ তো দূরের কথা বিজ্ঞানও এর সর্ম্পকে অজ্ঞাত নয়। যা মানুষের কাছে বিস্ময়কর হয়ে ওঠে। মানুষের জানার উদ্যম আগ্রহ থাকলেও তা কিছু কিছু সময় সম্ভব হয়ে ওঠে না। বিজ্ঞানও তার কাছে হার মানতে বাধ্য হয়।
সমুদ্রে নানা প্রজাতির জীবের বসবাস। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, অতি সম্প্রতি আলাস্কার প্রিন্স অফ ওয়েলস দ্বীপের সমুদ্র সৈকতে সারাহ নামের একজন মহিলা এক অদ্ভুত প্রকৃতির জীবের ভিডিও বানিয়েছেন। তিনি বলেছেন “এই আশ্চর্যময় জীবটির নাম বাস্কে স্টার। এছাড়াও তিনি জানিয়েছেন যে, এই সামুদ্রিক প্রাণীটির তিনি শুধু ভিডিও তৈরি করে তাকে সযত্নে সমুদ্রে ছেড়ে দিয়েছেন”।
এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে সামুদ্রিক প্রাণীটির পিপুল গাছের মতো আকার। যেমন পিপল গাছ মাটির ভেতরে অজস্র শিকড়-বাকড় ছড়িয়ে থাকে এই জীবটিও ঠিক তেমনই আকারের। আর এই জীবটির দেহের প্রতিটি অংশই অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম এবং পাতলা পাতলা ধরণের।
আপাতত বিস্ময়কর এই জীবটি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি বৈজ্ঞানিক মহল।