নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ ৭২ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো বীরভূমের বোলপুরে অবস্থিত বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক, রেজিস্টার ও প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্টার আটকে রয়েছেন। তবে রেজিস্টাররা হামাগুড়ি দিয়ে বেরনোর চেষ্টা করলে পড়ুয়ারা জামা ধরে টেনে আটকে দেন।
উল্লেখ্য যে, সোমবার সকালবেলা থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা হোস্টেল খোলা, অনলাইনে পরীক্ষা ও অবিলম্বে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো সহ একাধিক দাবী তুলে বিক্ষোভ শুরু করেছিল।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রথমে পড়ুয়ারা সেন্ট্রাল অফিসের ভিতরে রেজিস্ট্রারের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। যা এখনও অব্যাহত। পড়ুয়াদের দাবী জানিয়েছে যে, যতক্ষণ না অবধি সব দাবী মানা হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে।
এদিকে যে সব আধিকারিকদের আটকে রাখা হয়েছে তারা বলেছেন, “বিশ্বভারতী কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এই বিষয়ে মুখ খুলবেন না। আর পড়ুয়াদের দাবী মেনে নেওয়া হবে কিনা তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ভর করবে।

এছাড়া পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করলে তবেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আলোচনায় বসবে বলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে দিয়েছেন।”