নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ সম্প্রতি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঊষাগ্রাম দুর্গা মন্দির এলাকায় সন্ধ্যাবেলা হলেই বড়কু সিং, তার ভাই সোনু সিং সহ বেশ কয়েকজন বন্দুক ঠেকিয়ে দোকানদারদের কাছে তোলা আদায় করত আবার কখনো এলাকার মানুষকে মদ খেয়ে মারধর করত বলে অভিযোগ ওঠে।
এমনকি তারা দোকান থেকে কিছু খেলে কিছু কিনলে টাকা-পয়সা দেয় না। আবার দাম চাইলে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। এরা মূলত কয়লার চোরা কারবারির সাথে যুক্ত।
তবে মঙ্গলবার রাতেরবেলা পুলিশ বড়কুকে গ্রেপ্তার করে। আর পরদিনই সোনুকে আসানসোল দক্ষিণ থানায় আনা হয়। এদিকে এলাকাবাসীরা এই বিষয় জানতে পারেন। এরপর সোনুকে পুলিশ গাড়ি থেকে নামানোর সময় ক্ষুব্ধ এলাকাবাসীরা সোনুকে পুলিশের হাত থেকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তায় ফেলে দেদার কিল, ঘুষি, চড়-থাপ্পড় ও লাঠি নিয়ে ব্যাপক মারধর করেন।
অবশেষে থানার ভেতর থেকে দ্রুত আরো পুলিশ এসে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনেন। তারপর কোনোক্রমে তাকে বিক্ষুব্ধ এলাকাবাসীদের কাছ উদ্ধার করে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। আজ অভিযুক্ত সোনুকে আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র কঢ়ে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা শুরু হয়।