ব্যুরো নিউজঃ এবার ওমিক্রনের নতুন রূপ উদ্বেগ বাড়াচ্ছে বিজ্ঞানমহলে। বিজ্ঞানীরা মনে করছেন, ওমিক্রনের এই নতুন রূপের সংক্রমণ ক্ষমতা প্রাথমিকের তুলনায় অনেক বেশী।
প্রায় আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান পাওয়ার পর গোটা বিশ্বে তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আর এদিকে এই মুহূর্তে বিশ্বের প্রায় ৫৭ টি দেশে ওমিক্রনের সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট হিসাবে পরিচিত বিএ.২ ছড়িয়ে পড়েছে। আগামী দিনে তা আরো বাড়বে।
ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার করা এক নতুন গবেষণায় জানা গেছে, আগে যদি কেউ মৃদু উপসর্গ সমেত ওমিক্রন আক্রান্ত হয়ে থাকেন তা হলে যে তিনি নিস্তার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ ভবিষ্যতে তার শরীরে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি না থাকারই সম্ভাবনাই বেশী।
তবে এখনো বিএ.২ এর সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। আরো পর্যালোচনার প্রয়োজন আছে। কিন্তু প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, এই রূপটি ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশী সংক্রমণ ক্ষমতা সম্পন্ন।