নিজস্ব সংবাদদাতাঃ বালুরঘাটঃ আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৮৮টি আসনে নির্বাচন হবে। এই দফায় বাংলায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে। এই দফার নির্বাচনে রাজ্যে মোট ২৭২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দার্জিলিংয়ের জন্য ৮৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, রায়গঞ্জের জন্য ১১১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এবং বালুরঘাটের জন্য ৭৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া নিরাপত্তার জন্য ১২ হাজার ৯৮৩ জন রাজ্য পুলিশ থাকছে।
কিন্তু এদিন বালুরঘাটের পতিরামে তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় বালুরঘাটের বিজেপি প্রার্থী ও সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের বুথে সস্ত্রীক ভোট দিতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হন। এরপর বাধা দিতেই তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। সুকান্ত মজুমদারের দাবী, ‘‘তৃণমূলের একাধিক কর্মী বুথ দখল করতে এসেছিল। সেই সময় পুলিশও সাহায্য করছিল। এমনকি বুথের বিজেপির পোলিং এজেন্টকেও মারধর করা হয়। এছাড়া তৃণমূলের বুথ দখলকারীরা ‘জয় বাংলা’ বলে শ্লোগানও দিতে থাকে।’’
তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবী করেন, ‘‘এমন কোনো ঘটনাই ঘটেনি। সুকান্ত মজুমদার ইচ্ছে করে শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা করছেন। এই বুথে কোনো জমায়েত ছিল না।’’ যদিও ইতিমধ্যে সুকান্ত মজুমদার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। তারপর তাঁকে ঘেরাওয়ের ঘটনায় নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছেন। আর জেলাশাসকের কাছ থেকে এটিআরও (অ্যাকশন টেকেন রিপোর্ট) চেয়েছেন।