পেট্রোলের সাথে জল মেশানোর অভিযোগ উঠল পেট্রোল পাম্পের বিরুদ্ধে
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মঙ্গলপুরে একটি পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে জল মেশানো অভিযোগ উঠলো। পেট্রোলের সাথে জল মেশানোর ঘটনায় গ্রাহকরা বিক্ষোভ শুরু করেন। যদিও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বৃষ্টির জল ট্যাঙ্কে ঢুকে থাকতে পারে বলে জানান।
এদিন বালুরঘাট শহরের মঙ্গলপুরের পেট্রোলপাম্প থেকে যে সমস্ত মানুষেরা মোটর সাইকেলে পেট্রোল ভরেন তারা কিছুদূর যেতেই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। বাইক স্টার্ট না হওয়ায় অবশেষে বাইক মিস্ত্রীর কাছে গেলে জানা যায় ইঞ্জিনে জল ঢুকে গেছে।
পরীক্ষা করে দেখা যায় বাইকের ট্যাঙ্কিতে যে পেট্রোল রয়েছে তাও অর্ধেকের বেশী জল মিশ্রিত। এরপরেই একে একে গ্রাহকেরা ওই পেট্রোল পাম্পে অভিযোগ জানাতে আসে।
প্রথমে পাম্প কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করলেও বহু গ্রাহকের বিক্ষোভে শেষমেশ পরীক্ষা করা হয়। সরাসরি প্লাস্টিকের বোতলে কিছু পেট্রোল নিলে দেখা যায় তার মধ্যে অর্ধেকের বেশী জল মিশ্রিত অবস্থায় রয়েছে।
পেট্রোল গ্রাহকেরা জানান, “একে জল মিশ্রিত পেট্রোল পুরো দামে কিনতে হয়েছে অপরদিকে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তাই গ্রাহকেরা ক্ষতিপূরণের দাবী করেন। পাশাপাশি এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানাবেন বলেও জানান”।
এই ঘটনার পর পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, “কোনোভাবে বৃষ্টির জল ঢুকে এই ঘটনা হয়ে থাকতে পারে। আমরা কোম্পানীতে জানিয়েছি”।