পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার জীবনতলা থানার সাত নম্বর গ্রামে তৃণমূল নেতাকে মাদক খাইয়ে খুনের অভিযোগ উঠলো। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। রবীন্দ্রনাথবাবু স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবারের অভিযোগ, “প্রতিবেশীদের সঙ্গে রবীন্দ্রনাথবাবুর টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ ছিল। তিন জন লোক আমাদের পাড়ার সামনে বাঁশ নিয়ে ঘোরাঘুরি করছিল। তারাই ডেকে নিয়ে গিয়েছিল। মনে করা হচ্ছে ওরা কিছু খাইয়েছে। এরপর মেরে ফেলেছে। ওর মুখ, জিভ কালো হয়ে গিয়েছিল।”

এদিন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি এও জানান, “ময়নাতদন্তের রিপোর্ট না এলে খুন কেন কিভাবে হয়েছে বলা যাবে না। কারণ ওর কোনো রাজনৈতিক শত্রু সেইভাবে ছিল না। খুবই ভালো ছেলে।”
Sponsored Ads
Display Your Ads Here