চয়ন রায়ঃ কলকাতাঃ শিশু থেকে প্রৌঢ়া সকলকেই সমাজের নররূপী পিশাচদের হাতে ভোগ-লালসার শিকার হতে হয়। এবার খাস কলকাতার বুকে ঘটলো এই ধরণের নির্মম ঘটনা। কলকাতার ফুলবাগান থানা এলাকায় বাড়িতে ঢুকে প্রৌঢ়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ছেলের বন্ধুদের বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলার বয়স পঞ্চাশোর্ধ্ব। চোখের রেটিনায় সমস্যা থাকায় প্রায় দেখতে পান না বললেই চলে। বুধবার প্রৌঢ়ার বাড়িতে ছেলের অনুপস্থিতিতে ছেলের দুই বন্ধু আসে। এদের মধ্যে একজনের নাম সুরজিত্ দাস।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ ওঠে, তখনই প্রৌঢ়ার শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এমনকি তারা শ্লীলতাহানির ওই দৃশ্য ভিডিও রেকর্ডিংও করে সেই ভিডিও দেখিয়ে তাকে চুপ থাকার জন্য ব্ল্যাকমেলও করে।
Sponsored Ads
Display Your Ads Here
অবশ্য প্রথমে ওই প্রৌঢ়া ভয়ে এই ঘটনার কথা কাউকে জানাননি। এরপরে ছেলে পুরো বিষয়টি জানতে পারায় ওই প্রৌঢ়া ছেলের তত্পরতায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereযদিও অভিযোগকারিণীর ছেলের দাবী যে, বন্ধুর সাথে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও এই ধরণের ঘটনা একেরবারেই কল্পনাতীত।