পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারে মশাটহাট এলাকায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো বিজেপি কর্মীর বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মী কৌশিক মশাটহাট এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে। কৌশিক নিজেও সক্রিয় ভাবে তৃণমূল করে। পুলিশ হেফাজতে অভিযুক্ত বিজেপি কর্মী নবকুমার নস্কর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা কৌশিক দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিল। ওই সময় বিজেপি কর্মী নবকুমার নস্কর তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। ফলে কৌশিক ধারালো অস্ত্রের ঘায়ে গুরুতর আহত হয়। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। এরপর স্থানীয়রাই নবকুমারকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
কৌশিকের পরিবারের অভিযোগ, ‘‘দোল উৎসবের সময় কৌশিকের সাথে নবকুমারের বচসা হয়েছিল। সেই আক্রোশ থেকেই এই হামলা চালানো হয়।’’ ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল নেতৃত্ব হাসপাতালে আহত দলীয় কর্মীকে দেখতে যান। তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, ‘‘এলাকার সক্রিয় তৃণমূল কর্মী কৌশিককে বিজেপি পরিকল্পিত ভাবে খুন করতে চেয়েছিল। কিন্তু এই ঘটনার পেছনে আর কারা কারা রয়েছে পুলিশ তা তদন্ত করে দেখবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপি নেতা সুফল ঘাটু বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘এলাকায় আমাদের কোনো সংগঠনই নেই। সেখানে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করতে পারে কিভাবে! ঘটনাটি একেবারেই ব্যক্তিগত। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। তবে চাইব, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তকে খুঁজে বার করে শাস্তি দিক।’’
Sponsored Ads
Display Your Ads Here