নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের লাভপুরের দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের দরবারপুরে গ্রামের কাজীপাড়ায় পীরবাবার মেলায় কর্তব্যরত পুলিশ অফিসারকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, আহত হলেন দাঁড়কার পুলিশ ক্যাম্পের অফিসার পার্থসারথি সাহা। এছাড়া এই ঘটনায় আরো এক জন পুলিশ আধিকারিকের হাতে আঘাত লাগে। এরপর আহত দুই পুলিশ আধিকারিককে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে পুলিশের তরফে এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর কেউ গ্রেফতারও হয়নি। কিন্তু এই হামলা কি কারণে সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।