নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনা আবহের মধ্যে বিমানের যাত্রী সংখ্যা একেবারে হাতে গোনা। এর জেরে বিমান সংস্থাগুলিকে বড়োসড়ো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই চলতি বছরের মার্চ মাসে ৫% ভাড়া বাড়ানোর পর এবার কেন্দ্রীয় সরকারের অসামরিক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, “বিমানের ভাড়া ১৩% থেকে ১৬% বৃদ্ধি করা হবে। আর আগামী মাসের ১ লা জুন থেকেই এই নতুন ভাড়া চালু হবে”।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, যাত্রীবাহী বিমানের ৪০ মিনিটের সর্বনিম্ন উড়ানের ভাড়া ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা বাড়ানো হলো। আর ৪০ থেকে ৬০ মিনিটের উড়ানের সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৯০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ টাকা করা হলো।
গত বছরের পর আবারো করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমণে লাগাম টানতে প্রায় সমগ্র দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছে। এরফলে যাত্রী সংখ্যা একেবারে নেই বললেই চলে। তারফলে বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলি চরম লোকসানের সামনে এসে দাঁড়িয়েছে। যার ফলে বিমান পরিবহন সংস্থাগুলি ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে।