নিজস্ব সংবাদদাতাঃ কলকাতাঃ আবারও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেলো। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা বেড়ে গেছে। এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে ৮৮৬ টাকা হয়েছে। এই মহামারীর পরিস্থিতিতে আরো একবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে।
এমনিতেই করোনা পরিস্থিতির জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আবার কেউ কেউ অর্ধ বেতনে চাকরী করছেন। ফলে অনেক পরিবারে আর্থিক অস্বচ্ছলতা নেমে এসেছে। এই পরিস্থিতিতেই গত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম লাগাতার বৃদ্ধি পেয়ে চলেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রের তুমুল সমালোচনায় সরব হয়েছে। যদিও রান্নার গ্যাসের দাম কমানো নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো তত্পরতা নেই।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত গত কয়েক মাস থেকে পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। একদিকে পেট্রোলের দাম লিটারে একশো টাকা ছাড়িয়েছে। অন্যদিকে ডিজেলও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। যেমন দেশের একাধিক রাজ্যে ডিজেলের দামও লিটারে একশো টাকা ছুঁই ছুঁই।
Sponsored Ads
Display Your Ads Here
পেট্রোপণ্যের অনবরত দাম বৃদ্ধির প্রভাব সরাসরি বাজারদরে এসে পড়েছে। পরিবহণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় প্রায় সব জিনিসের দাম বেড়ে গিয়েছে।