নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ শিশু থেকে বৃদ্ধা নরপিশাচদের ভোগ-লালসার শিকার সকলেই। এমনকি ওই জঘন্য অপরাধীরা কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয় না অনেকসময় তাদের হাতে মর্মান্তিক মৃত্যু অবধি ঘটে। এবার আবারও ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করার মতো নির্মম ঘটনা ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা যায়, হায়দ্রাবাদের সাইদাবাদ থানা এলাকায় ৩০ বছর বয়সী এক প্রতিবেশী ছয় বছরের একজন শিশুকে ধর্ষণ করে খুন করেছে। এই নিষ্ঠুর ঘটনাটিকে কেন্দ্র করে মৃত শিশুকন্যার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, পরিবারের তরফ থেকে ওই অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে দিয়েছে।