নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা কাণ্ডের পাঁচ দিনের মাথায় আজ উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার ভরওয়াড়ী স্টেশনের কাছে শিয়ালদহ-অজমের এক্সপ্রেসের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশুশেখর উপাধ্যায় জানান, ‘‘শর্টসার্কিট থেকে ট্রেনের জেনারেল কামরায় ধোঁয়া দেখা যায়। আর দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। যাবতীয় সুরক্ষাবিধি খতিয়ে দেখার পরই ট্রেনটি আবার রওনা দিয়েছে। কানপুর স্টেশনে আবার ট্রেনটি খুঁটিয়ে দেখা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে এদিন যাত্রীরা ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসের একটি কোচে আগুন দেখতে পেয়েই ছোটাছুটি শুরু করেন। উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘এই ট্রেনটি দক্ষিণ-মধ্য রেলের। সেকেন্দরাবাদ থেকে আগরতলা যাচ্ছিল। ব্রহ্মপুর স্টেশনের কাছে বি-৫ কামরায় ধোঁয়া দেখা যায়। যাত্রীদের নামিয়ে কোচটি পরীক্ষা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরে ট্রেনটি আবার গন্তব্যে রওনা দিয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’’ ইতিমধ্যে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর বিভিন্ন মহলে বিভিন্ন এক্সপ্রেসগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের একাংশ অভিযোগ করেছেন যে, “বন্দে ভারতের মতো গতিশীল ট্রেন চালাতে গিয়ে সাধারণ যাত্রীদের জন্য এক্সপ্রেসগুলির পরিকাঠামোর দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না।”
Sponsored Ads
Display Your Ads Here