নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ রেশন দুর্নীতি মামলায় আবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তৎপর হয়ে উঠেছে। আজ সকাল থেকে ইডি আধিকারিকরা হাওড়ার প্রায় তিনটি জায়গায় তল্লাশি অভিযানে নেমে পড়েছেন। নজরে ব্যবসায়ীদের বাড়ি ও গুদামও আছে।

এদিন সকালবেলাই ইডি আধিকারিকদের একটি দল হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে কৃষ্ণপদ মাল নামে এক জন ধান ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যায়। অন্য একটি দল আবার কৃষ্ণপদবাবুর গুদামে হানা দিয়েছে। এছাড়া, হাওড়ার একটি সমবায় সমিতিতেও অভিযান চলছে। অন্যদিকে, হাওড়ার শ্যামপুরের সসাটিতে ব্যবসায়ী পার্থেন্দু জানার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। জানা গেছে, পার্থেন্দুবাবু কৃষকদের থেকে ধান কিনে বিভিন্ন রাইস মিলে বিক্রি করতেন। ঠিকাদারি ব্যবসার সঙ্গেও যুক্ত। তবে বাড়িতে নেই, মহাকুম্ভে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereউল্লেখ্য, ২০২৩ সালের ২৭ শে অক্টোবর ইডি আধিকারিকরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেন। প্রায় চোদ্দ মাস জেল হেফাজতে ছিলেন। ২০২৫ সালের ১৫ ই জানুয়ারী বিশেষ ইডি আদালত পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং পঁচিশ হাজার টাকার দু’টি জামিন বন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। তার কয়েক দিন যেতে না যেতেই আবার ইডি রেশন মামলায় অভিযানে নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Hereঅতীতেও ইডি আধিকারিকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন। গত বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল। গত ২৩ শে অক্টোবর কলকাতার বাঙুরের ব্যবসায়ীর মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে হানা দেওয়া হয়। তাছাড়া হাওড়ার পাঁচলার এক জন রেশন ডিলারের বাড়ি, উলুবেড়িয়া শহরের উত্তর জগদীশপুরে রেশন ডিলার বটকৃষ্ণ ঘোষের একাধিক গোডাউনেও হানা দেন। পাশাপাশি, জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসেও গিয়েছিলেন।