ফের রাজ্য জুড়ে করোনা নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়েছে

Share

্নিনজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ নতুন করে বাণিজ্যনগরী মুম্বইতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে করোনা সংক্রমিত হয়েছেন আরো ৫০৬ জন। চলতি বছরে ফেব্রুয়ারীর পর যা সবচেয়ে বেশী। আর সমগ্র মহারাষ্ট্রে নতু্ন করে সংক্রমণের সংখ্যা ছিল ৭১১ জন।

আসন্ন বর্ষার আগে করোনার বাড়বাড়ন্তে স্বাভাবিক ভাবেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) কর্তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।  


আজ বিমএসি কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘শহরে করোনার দৈনিক সংক্রমণ হার ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ ই ফেব্রুয়ারী করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৫৩৬ জন। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ৫০০ ছাড়িয়ে গেছে।


এছাড়াও মুম্বইয়ের হাসপাতালগুলিকে জরুরী ভিত্তিতে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে যে, বর্ষা প্রায় আসন্ন। এর মধ্যেই করোনা রোগীদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপসর্গযুক্ত রোগীদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে পারে।’’ 


করোনা সংক্রমণের লাগাম টানতে বিএমসি কর্তৃপক্ষ ১২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় গতি আনতে চায়। এর সাথে সাথে বয়স্কদের বুস্টার দেওয়ার জন্য যথেষ্ট তৎপর হয়েছেন।  

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930