Indian Prime Time
True News only ....

ফের সারা দেশে দৈনিক সংক্রমণ ৪ হাজারের সীমা পার করেছে

- sponsored -

- sponsored -

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের ভারতে নতুন করে করোনা সংক্রমণ নিয়ে অত্যন্ত উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৪১ জন। 

এর আগে গত ১১ ই মার্চ শেষ বার দৈনিক সংক্রমণ চার হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আর সারা দেশে এখন করোনা রোগী রয়েছেন ২১ হাজার ১৭৭ জন। এর আগে গত মার্চ মাসের শেষ সপ্তাহে করোনা রোগীর সংখ্যা ২১ হাজারের উপরে ছিল। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালবেলা ৮ টা থেকে শুক্রবার সকালবেলা ৮ টা অবধি করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর মধ্যে পাঁচ জনের কেরলে মৃত্যু হয়েছে। বাকি দু’জনের দিল্লিতে মৃত্যু হয়েছে। আর একজন করে কেরল, মহারাষ্ট্র ও নাগাল্যান্ডে মৃত্যু হয়েছে।

- Sponsored -

- Sponsored -

দেশের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বেশ কিছু রোগীকে বাড়তি অক্সিজেনও দিতে হচ্ছে। এছাড়া করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। শুক্রবার সকালনেলা ৮ টা পর্যন্ত মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের ১ হাজার ৪৫ জন।

গত কয়েক সপ্তাহ থেকে কেরলে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় কেরলে সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৩৭০ জন। তাছাড়া কেরল এবং মহারাষ্ট্রের পর দিল্লি ও কর্নাটকেও করোনা সংক্রমণ বেড়েছে। দিল্লির দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৩৭৩ জন। গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে করোনা সংক্রমিত সংখ্যা ২৯৭ জন।

এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৫ জন, উত্তরপ্রদেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫৭ জন, হরিয়ানায় করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৮ জন। রাজস্থানে করোনা সংক্রমিতের সংখ্যা ৬০ জন এবং পশ্চিমবঙ্গের করোনা সংক্রমিতের সংখ্যা ৫৭ জন। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored