অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শেক্সপিয়র সরণির একটি বহুতলে বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে প্রতারণা চক্র চলছিল। লক্ষ্য ছিলেন মূলত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। কয়েক বছর যাবৎ মোবাইল টাওয়ার বসানোর নাম করে টাকা হাতিয়ে এই কারবার চলছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে লালবাজারের গোয়েন্দারা খবর পেয়ে এই প্রতারণা চক্রের নয় জনকে হাতেনাতে গ্রেফতার করেন। এছাড়া নয়টি মোবাইল ও দুইটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ধৃতরা একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে টাওয়ার বসানোর নাম করে মূলত বিহার, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বাসিন্দাদের ফোন করে প্রথমেই জানতে চায় যে, ওই বাসিন্দার বাড়িতে ১০ ফুট বাই ১০ ফুটের কোনো জায়গা আছে কি না।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তর হ্যাঁ হলে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দিতেন। আর পাশাপাশি ওই পরিবারের এক জনকে চাকরী এবং নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিতেন। প্রস্তাবে রাজি হলে প্রসেসিং ফির নাম করে দফায় দফায় টাকা আদায় করে সেই টাকা ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে বলা হত।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে গেলে মোবাইল নম্বর বদলে ফেলত। গতকাল ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ২১ শে মে অবধি পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিআইডির একটি দল লালবাজার সহ বৌবাজার ও পার্ক স্ট্রিটের ১৯ টি জায়গায় অভিযান চালিয়ে একটি অবৈধ কল সেন্টারে তল্লাশি চালায়। আর প্রতারণার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছিল।