চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বেহালা থানা এলাকার নেতাজী সড়কে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো ১ যুবকের দেহ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। মৃতের নাম পাপাই মান্না। বয়স ৩১ বছর। পেশায় গাড়ি চালক।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চার বছর আগে পাপাইয়ের রিঙ্কি মণ্ডলের সাথে দেখাশোনা করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর জানা গিয়েছে রিঙ্কির বিয়েতে তাঁর মত ছিল না বাড়ির চাপে পড়ে বিয়ে করেছে। তাই বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়েছিল। প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকত। কোনো সন্তানও হয়নি।
এরপর তিন মাস আগে পাপাইকে ছেড়ে চলে গিয়েছিল। আর তারপর থেকেই পাপাই মানসিক ভাবে ভেঙে পড়ে। এদিন তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় ঘরের দরজা খুলতেই সিলিং ফ্যানের থেকে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখা যায়।
এছাড়া সুইসাইড নোটে মৃত্যুর জন্য স্ত্রী সহ শ্বশুর-শাশুড়ি ও শ্যালক-শ্যালিকাকে দায়ী করেছেন। এই ঘটনায় বেহালা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে এখনো অবধি মৃতের পরিবারের তরফ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।