নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আবারও উত্তাল বীরভূমের বোলপুর। নির্বাচন সামনে আসার সাথে সাথে রাজ্য-রাজনীতিতে পারদ আরো উত্তপ্ত হচ্ছে। পুনরায় বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘ্টনায় বীরভূমের বোলপুর বিধানসভার ইলামবাজারে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের উপর বেধড়ক মারধর করার ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কর্মীদের ওপর।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বোলপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রচারে ওই বিজেপি কর্মীরা মিছিলে গিয়েছিলেন। আর রাতের বেলা সেই কারণবশত তাদের বাড়ির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়ে বেধড়ক মারধর করেছেন।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন বিজেপি কর্মী। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালেই ওই বিজেপি কর্মীকে কলকাতায় চিকিত্সার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
বিজেপির তরফ থেকে এও অভিযোগ করা হয় যে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এরপর গতকাল তাদের বিজেপি প্রার্থীর মিছিলে যাওয়ার জন্য হামলার মুখে পড়তে হয়েছে।
যদিও তৃণমূল এই গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, “কেবলমাত্র বদনাম করার জন্য তৃণমূলের নামে এই মিথ্যে কথা বলা হচ্ছে। এটা আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব”।