নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কাচের গুঁড়োর পরতে মাখানো চিনা মাঞ্জার ব্যবহারে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্রি বা ব্যবহার কিছুই বন্ধ হচ্ছে না। এই ধরনের সুতোর বিক্রি, বণ্টন, উৎপাদন, আমদানি ও মজুতকরণ বেআইনী। উল্টে এই সুতোর কারবার রাজধানীতে রমরমিয়ে চলছে। আর তাতে এই সুতোয় গলা কেটে একের পর এক মৃত্যু হচ্ছে।
গত ২৫ শে জুলাই থেকে ১৪ ই আগস্ট অবধি দিল্লিতে তিন জন মারা গিয়েছেন। দিল্লির মানসরোবর পার্ক এলাকায় এই ঘটনায় ২৬ বছর বয়সী অভিষেক কুমার নামে এক জন যুবকের গলা চিনা মাঞ্জায় কেটে যায়। এর আগে গত ১১ ই আগস্ট ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া তার আগে ২৫ শে জুলাই ৩০ বছর বয়সী সুমিতের এই চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত বছর কলকাতায় মা ফ্লাইওভারের উপরেও ঘুড়ির সুতোয় পর পর দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রশাসন উড়ালপুলের দু’দিকে সুতো আটকানোর খুঁটি লাগাতে বাধ্য হয়। পুলিশের আশঙ্কা, চিনা মাঞ্জার ব্যবহারে রাশ টানা না হলে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা ও মৃত্যু আরো বাড়বে।
Sponsored Ads
Display Your Ads Here