নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ইন্দাস থানার আকুই অঞ্চলের বুনকি গ্রামে একটি শিশুকে সাপে কামড়েছিল। কিন্তু পরিবার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে গেলে মৃত্যু হয়েছে ৪ বছর বয়সী এক শিশুর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবার অলক্ষ্যে লক্ষ্মী হাঁসদা ও রেবতী হাঁসদার ছেলে সঞ্জয় হাঁসদাকে সাপে কামড়ানোয় অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ছেলেকে যে সাপে কামড় দিয়েছে তা লক্ষ্মীবাবু এবং রেবতী দেবী বুঝতে না পারায় সঞ্জয়কে নিয়ে বেরঘোষ গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক ওরফে নন্দিনী নামে এক জন মহিলা ওঝার কাছে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর নন্দিনী সঞ্জয়কে দেখে কপালে সিঁদুরের তিলক এঁকে দিয়ে বলেন শিশুটিকে সুস্থ করার জন্য ঝাড়ফুঁকের প্রয়োজন। তাই সন্ধেবেলা নিয়ে আসতে হবে। এর মধ্যেই দুপুরবেলার দিকে শিশুটির অসুস্থতা বাড়তে থাকলে ওই দম্পতি আশঙ্কাজনক অবস্থায় ইন্দাস ব্লক হাসপাতালে নিয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
ইন্দাস ব্লক হাসপাতাল তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেয়। কিন্তু বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here