নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের কোটায় ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল নিট পরীক্ষার্থী এক কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী নিট পরীক্ষার জন্য কোটায় কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল। আর দুই দাদার সাথে একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। আর নিট পরীক্ষার্থী আরেক জন কিশোর ওই বহুতলেরই পাঁচ তলায় মায়ের সাথে থাকে। তাদের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, কিশোরের মা কিশোর-কিশোরীকে একটি ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বকাবকি করেন এমনকি মারধর করেন। এরপর ওই কিশোরী অপমান সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিয়েছে। এছাড়া ওই কিশোরীর ঘর থেকে একটি কাগজ উদ্ধার হয়েছে। তাতে মা-বাবা পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে ‘গুডবাই’ লেখা ছিল।
পুলিশ এই ঘটনায় ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে কিশোর এবং তার মাকে আটক করেছেন। উল্লেখ্য যে, গত দু’মাসে কোটায় এই নিয়ে তিন জন নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর ২০২২ সালে এই সংখ্যাটা ১৫ জন ছিল।