মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাতের অন্ধকারে উত্তর চব্বিশ পরগণায় এক যুবতীকে একা পেয়ে রাস্তার পাশে বাঁশবাগানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো তিন জন যুবকের বিরুদ্ধে। কিন্তু যুবতীর চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসতেই তিন জন যুবক তার গলা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীদের তৎপরতায় এক জনকে আটক করা হয়। বর্তমানে আশিস পাল নামে ওই যুবক পুলিশী হেফাজতে রয়েছে। আর অন্য দুই জন অভিযুক্তের খোঁজ শুরু করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরীর পাশাপাশি এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্য দিকে ওই যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।