আবদুর খালিকঃ বিহারঃ এ যেন সমস্ত নৃশংসতার ঊর্ধ্বে উঠে চরম পাশবিকতা। যার নিদর্শন দেখা গেল বিহারের মুঙ্গেরের পুরবী টোলা গ্রামে। সেখানে সারারাত ছোট্ট শিশুকে ধর্ষণের পর ডানদিকের চোখ খুবলে নেওয়া হয়। এমনকি হাতের আঙুলও ভেঙে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বাবার সাথে নদীতে গিয়েছিল। শিশুটির বাবা পেশায় একজন জেলে। শিশুটির বাবা নদীতে নামার সময় শিশুটি পাড়েই দাঁড়িয়েছিল। এরপর যখন শিশুটির বাবা জল থেকে উঠে আসেন তখন আর মেয়েকে দেখতে না পেয়ে মেয়ে বাড়ি ফিরে গেছে বা অন্য কোথাও খেলছে ভেবে নিজেও বাড়ি ফিরে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সকলে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি নিকটবর্তী সোফিয়াবাদ থানায় অভিযোগ জানানো হয়। তারপর গতকাল নদীর এক দিকের একটি ইট ভাঁটায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যে এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার হয় সেখানেই রাতভর ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মুঙ্গেরের ডিএসপি নন্দজি প্রসাদ বলেন, “শিশুটিকে মারা হয়েছে কিভাবে সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সঠিকভাবে বলা সম্ভব হবে। ইতিমধ্যেই শিশুটির মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কে বা কারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে সেই খোঁজে তল্লাশি শুরু হয়ে গেছে। এদিকে পরিবার সহ সমগ্র গ্রামবাসীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ শুরু করেছেন।