চয়ন রায়ঃ কলকাতাঃ এক নাগাড়ে অনবরত বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। জল নামতেও সময় লাগছে। রাস্তায় বেরিয়ে বাসিন্দাদের ভোগান্তির শেষ হচ্ছে না। ফলে নিকাশি ব্যবস্থা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ বেড়েই চলেছে। আর এরইমধ্যে বিরোধী দলের লোকজন নিকাশি সমস্যা নিয়ে সরব হতে শুরু করেছেন।
শহরবাসীর একাংশের দাবী, “একটানা বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকা একেবারে ভেসে গিয়েছে। নর্দমা দিয়ে জল বের হওয়ার সুযোগ নেই। বহু নীচু জায়গায় জল জমে গিয়েছে। নর্দমার নোংরা ও দুর্গন্ধময় জল একেবারে বাড়ির মধ্যেও ঢুকে গিয়েছে। পাশাপাশি সেই নোংরা জল পেরিয়ে যাতায়াতও করতে হচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Here
এবার সেই নিকাশি সমস্যাকে সামনে এনে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে আক্রমণ করে বলেন, “কলকাতার মানুষ দেখুন কোন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যশের পর সবাই দুয়ারে গঙ্গা বলেছিলেন। এবার বোধহয় সবাই দুয়ারে নর্দমার জল বলবেন। রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করার আগে বোধ হয় এই উদ্যোগ নিয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ইতিমধ্যেই বিজেপির কর্মী-সমর্থকরাও কলকাতার রাস্তায় জল জমার ছবিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় অর্ধেক ডুবে থাকা বাসের ছবি দেখিয়ে লেখা হচ্ছে ‘কলকাতা বাংলার মেয়েকে চেয়েছিল। তারই এই পরিণতি’।
Sponsored Ads
Display Your Ads Here