নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ নারীদের উপর বর্বরতার চিত্র বারবারই প্রকাশ্যে এসেছে যোগী রাজ্যে। শনিবার উত্তরপ্রদেশের কানপুরের হামিরপুর জেলায় দেহাতের নাসিরপুর গ্রামে নিজের স্ত্রীর সাথে যৌনমিলনের পর তাকে শ্বাসরোধ করে খুন করলো তার স্বামী নিজেই।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে মৃতা কাঞ্চন তার স্বামী অমিত লালকে বিয়ে করেছিল। তাদের দু’বছরের একটি ছেলেও আছে। কিন্তু কাঞ্চনের সঙ্গে তার শ্বশুর বাড়ির সম্পর্ক খুব একটা ভাল ছিল না। প্রায় প্রতিদিন স্বামী ও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অশান্তি হত। এমনকি যৌতুকের জন্যও কাঞ্চনকে নির্যাতন করা হত। ক্রমাগত এই নির্যাতনের পর ৪ ই জানুয়ারী কাঞ্চন তার স্বামীর বাড়ি ছেড়ে মা-বাবার সঙ্গে থাকতে শুরু করেন। তারপর ২ রা ফেব্রুয়ারী আচমকা কাঞ্চন নিখোঁজ হয়ে গেলে স্থানীয় থানায় তার একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল।
পুলিশের তরফ থেকে জানা যায় যে, বাপের বাড়ির সদস্যরা মৃতার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত অমিত লালকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে বলেছেন, “গত শনিবার সে তার স্ত্রীকে ফোন করে একটি মাঠে ডেকে নিয়ে যায় এরপর সেখানে তার সাথে শারীরিক সম্পর্কের পর স্ত্রীর গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীর ফোন নদীতে ফেলে দেয়। আর মৃতদেহ মাঠে লুকিয়ে রাখে।”
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।