অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ জেলায় জেলায় শীতের দাপট অব্যাহত। আজ কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী নীচে। আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার এই পরিস্থিতি বজায় থাকবে। রাজ্যজুড়ে চলছে শীতের ছোট্ট পর্ব।
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়, কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রী ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রী ছিল। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। আর আগামী তিন থেকে চার দিন ৪ থেকে ৫ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পাবে।
দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ রয়েছে। উত্তরবঙ্গে দু-একটি জায়গায় ঘন কুয়াশা হতে পারে।
উত্তর-পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপু্র ও মিজোরামে আগামী দু’দিন অতি ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।
এছাড়া লাদাখ, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা প্রবল। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও উত্তরপ্রদেশে ঘন কুয়াশা থাকবে।