ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ শেখ হাসিনার আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা হারানোর চার মাস পরে অবশেষে প্রতিরোধের রাজনীতির রাস্তা অবলম্বন করলো। আজ বাংলাদেশের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা খালেদা জিয়ার বিএনপির নেতা-কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন। ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
সূত্র মারফত জানা গিয়েছে, কাইচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়াঁ ও উপজেলা কৃষক লীগের সভাপতি তথা আওয়ামী লীগের স্থানীয় নেতা জিন্নাহ সর্দারের নেতৃত্বে কাইচাইল ইউনিয়ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এর জেরে কমপক্ষে দশ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ত্রিশটির অধিক বাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এদিকে, নগরকান্দা থানার পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত ৫ ই আগস্ট শেখ হাসিনা জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে ভারতে এসেছিলেন। এরপর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকরা ক্রমাগত হামলার শিকার হচ্ছেন। বিএনপি, জামাতে ইসলামি এবং বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একাংশের আক্রমণে শতাধিক আওয়ামী নেতা-কর্মী-সমর্থকের মৃত্যুও হয়েছিল। পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের পুলিশ হাসিনার দলের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। আর দলের ছাত্র সংগঠন ছাত্র লীগও নিষিদ্ধ হয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here