চয়ন রায়ঃ কলকাতাঃ অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ মোনালিসা দাসের নাম প্রকাশ্যে এসেছে। এই মোনালিসাই বীরভূমে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির দেখাশোনা করতেন।
পার্থ চট্টোপাধ্যায়ের বীরভূমের শান্তিনিকেতনে ফুলডাঙা সহ প্রান্তিক এলাকায় সাতটি বাড়ি রয়েছে। যেগুলি অপা, তিতলি ও চারবাড়ি নামে পরিচিত। আর মোনালিসা এর সবই দেখাশোনা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাঝেরমধ্যে পার্থ চট্টোপাধ্যায় এই সমস্ত বাড়িতে আসতেন।
Sponsored Ads
Display Your Ads Here
বেশীরভাগ সময়ই সে এই সব বাড়িগুলির দেখাশোনা করতেন। বিশ্বভারতীর ছাত্রী হওয়ার সূত্রে প্রায়শই তার শান্তিনিকেতনে আসা-যাওয়া ছিল। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুরের জামবুনি এলাকায় মৃণালিনী আবাসন নামে আরো একটি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর পার্থ চট্টোপাধ্যায়ের এই আবাসনের একটি তলা পুরো তাঁর ছিল। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় এই আবাসনেই আসতেন। এখন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারীর পর এই বাড়িগুলিতেও ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তল্লাশি চালাতে পারে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here