শীতের রাতে দুঃসাহসিক চুরি
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুর কনুয়া এলাকায় শীতের রাত্রে দেওয়াল ফাটিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর কনুয়া এলাকার সোনার ব্যবসায়ী নব কুমার সাহার একটি সোনার দোকান রয়েছে। গতকাল গভীর রাত্রে তার দোকানের দশ ইঞ্চির দেওয়াল ফাটিয়ে তার দোকানে দুষ্কৃতীরা ঢুকে পড়ে। তারপর দীর্ঘ সময় ধরে চলে এই চুরির অপারেশন। দোকানে মজুদ থাকা রুপো চাঁদি ও সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দোকানের ভিতর ঢুকে দেখে দোকানে সমস্ত সোনাদানা চুরি হয়ে গেছে।
এরপর হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এখনো পর্যন্ত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আসেনি। এরকম দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এই ব্যাপারে ওই এলাকার বাসিন্দা নব কুমার সাহা জানিয়েছেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের পিছন দিকের দেওয়াল ফাটানো অবস্থায় পড়ে রয়েছে ও দোকানে মজুদ থাকা সোনা চাঁদির গয়না চুরি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা। আমরা এলাকায় পুলিশের নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ এলাকায় রাতে পুলিশী নিরাপত্তা বাড়ানো হোক”।