নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ করোনা আবহের জেরে দীর্ঘদিন থেকে বন্ধ বিদ্যালয়। কিন্তু এবার নদীয়ার চাপড়া থানার হুদা বিদ্যাপীঠ হাই স্কুলে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, গতকাল রাতেরবেলা কয়েকজন দুষ্কৃতী বিদ্যালয়ের তালা ভেঙে বেশ কিছু নগদ অর্থ, রান্নার জিনিসপত্র সহ হিসাব-নিকাশের খাতা ও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চম্পট দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
বিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।