কৌশিক চন্দ্র অধিকারীঃ মুর্শিদাবাদঃ পঞ্চম দফা ভোটেও অশান্ত বাংলা। পঞ্চম দফা ভোটের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে ব্যর্থ। তৃণমূল ও তার হার্মাদ বাহিনী যেভাবে আগের ভোটগুলোতে হিংসাত্মক ব্যবস্থা অবলম্বন করেছিল এবারও তাই করছে”।
https://www.youtube.com/watch?v=9zXQQI7Mwh0
Sponsored Ads
Display Your Ads Here“নির্বাচন কমিশন কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। আগে থেকেই আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলাম যাতে বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই দিকে নজর দিতে। কিন্তু নির্বাচন কমিশন তা করে উঠতে পারল না। তাই এখনো বাংলায় রাজনৈতিক হিংসা অব্যাহত”।