মিঠু রায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ‘কোনো বেসরকারী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনোভাবেই বাধা দিতে পারবে না।
সম্প্রতি বেশ কয়েক দিন ধরেই বেতন বাকি থাকায় শহরের বেশ কিছু বেসরকারী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে দিচ্ছিল না বলে অভিযোগ উঠছিল। আর এই প্রসঙ্গে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন এই মামলার রায় নিয়ে জানানো হয় যে, ‘বেতন বকেয়া থাকলেও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না। এমনকি আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় বন্ধও রাখতে পারবেন না।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারী বিদ্যালয় বেতন বাকি থাকা ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারবে না বলে নোটিশও দিয়েছিল। এবার এই প্রসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে, ‘গত ৯ ই এপ্রিল বিদ্যালয়ের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে।’
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে ১৪৫ টি বিদ্যালয়ের ফি সংক্রান্ত মামলায় যে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছিল ওই ফি দ্বন্দ্ব নিয়ে স্পেশাল অফিসারেরা আদালতে রিপোর্ট জমা দেবেন।