নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে জাতীয় সড়কের ধারের লজ ও হোটেলগুলিতে অভিযান চালায়। এরপর খড়্গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজে অভিযান চালিয়ে প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই লজে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডল সহ আরো কয়েক জন নেতা ছিলেন। তাদের কাছ থাকা একটি ব্যাগ থেকে ওই টাকা উদ্ধার হয়েছে।
বিজেপির জেলা সভাপতি সুদাম জানান, ‘‘পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সেন্ট্রাল পয়েন্ট মেদিনীপুর। তাই এখানে নির্বাচনে খরচের জন্য রাজ্য দপ্তর থেকে টাকা পাঠানো হয়েছে। ওই টাকা মোট তিনটি জেলাতে যাবে। তার আগে এক জায়গায় রাখা হয়েছিল। আর এই পুলিশী অভিযানের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে।’’ কিন্তু পুলিশ ওই টাকার উৎস জানার চেষ্টা করা হচ্ছে। আর পাঁচ দিন পর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট। এর আগে এই নগদ টাকা উদ্ধারের ঘটনার কথা পুলিশ আয়কর দপ্তরকে জানিয়েছে। অভিযোগও দায়ের করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereতৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এই প্রসঙ্গে বলেন, ‘‘নির্বাচন কমিশনের তরফে অভিযান চালিয়ে প্রশাসন টাকা উদ্ধার করেছে। এটা নিয়ে তো আমাদের কোনো কিছু বলার নেই। তবে বিজেপির নগ্ন চেহারা প্রকাশ্যে বেরিয়ে পড়েছে। লুট করা টাকা এভাবেই ভাগ করছে। ওদের সাথে জনগণ নেই।’’