Indian Prime Time
True News only ....

বন্যার জল নামলেও এখনো আসামে বানভাসি প্রায় ৩ লক্ষ মানুষ

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ বানভাসি আসামে ধীরে ধীরে কৃষি জমি ও বসতবাড়ি থেকে বন্যার জল নামতে শুরু করেছে। কিন্তু এখনো সাতটি জেলার অন্তত তিন লক্ষ মানুষ বন্যার জলে ভাসছেন। প্রায় ২০ হাজার মানুষ ত্রাণশিবির ছেড়ে বাড়ি ফিরতে পারেননি।

ভয়াবহ বন্যায় অসমের ৩৪ টি জেলাই কম-বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার সূত্রে জানা যায়, এখনো সাতটি জেলার ২ লক্ষ ৯২ হাজার ২৬৯ জন মানুষ বন্যার জলে ভাসছেন। তাদের ঘরবাড়ি-কৃষিজমি সবই জলের তলায়। মৃত্যুর সংখ্যা ১৯২ জন। যার মধ্যে ১৭৩ জনের বন্যায় মৃত্যু হয়েছে এবং ১৯ জনের ধসে মৃত্যু হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বন্যায় সবচেয়ে বেশী কাছাড়, চিরাং, নগাঁও, গোলাঘাট, তামুলপুর, মোরিগাঁও, ডিমা হাসাও, শিবসাগর ও হাইলাকান্দি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অবধি কাছাড়, চিরাং, মোরিগাঁও, ডিমা হাসাও এবং তামুলপুরের ১৯ হাজার ২৩৭ জন মানুষ মোট ৮৩ টি ত্রাণশিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। যাদের মধ্যে পাঁচ হাজারের বেশী শিশু।

গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যাবিধ্বস্ত চিরাং জেলা পরিদর্শন করেন। এবার ক্রমশ জল নামার সাথে সাথে নদী ভাঙন শুরু হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা জানান, “ধস আটকাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলা হচ্ছে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored