ব্যুরো নিউজঃ নিউইয়র্কঃ শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়তে থাকায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছিল। তাই নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস শহরের রাস্তাকে সুরক্ষিত করতে দু’হাজার বেআইনী বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন।
এরিক অ্যাডামস টুইটের মাধ্যমে জানান, ‘‘রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়তে থাকায় বাইকবাহিনীর দৌরাত্ম্যও যথেষ্ট বেড়ে গিয়েছিল। ফলে বাজেয়াপ্ত করা বাইকগুলিকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দেওয়া হয়েছে যে, দৌরাত্ম্য কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের হাল এমনই হবে।’’
টুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি খোলা জায়গায় দু’হাজার বাইক দাঁড় করানো ছিল। আর সেই বাইকগুলিকে বুলডোজার দিয়ে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।