ব্যুরো নিউজঃ চীনঃ গত দু’মাসে এই প্রথম বার চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণের সংখ্যা শূন্য। বেজিংয়েও করোনা সংক্রমণের দাপট কমেছে। ফলে সেখানেও বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের মার্চ মাস থেকে চীনের বিভিন্ন প্রদেশে করোনার বাড়বাড়ন্ত নজরে এসেছিল। এর জেরে করোনা সংক্রমণ আটকাতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। সাংহাইয়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক থাকায় সেখানে প্রায় দু’মাসের কঠোর লকডাউন জারি করা হয়েছিল। গত ১ লা জুন লকডাউন তোলা হয়।
আবার শি জিনপিংয়ের সরকার করোনা সংক্রমণ নির্মূল করতে জিরো কোভিড নীতি অনুসরণ করেছিল। যার জেরেই এই সাফল্য বলে দাবী করা হয়েছে।
আজ বেজিংয়ে শিক্ষা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণের হার কমায় অনলাইন ক্লাসের পরিবর্তে আগামী সোমবার থেকেই সমস্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পঠনপাঠন শুরু করা হবে। আর আগামী ৪ ঠা জুলাই থেকে নার্সারি ক্লাস চালু করা হবে।