শীতলকুচির ঘটনাকে ঘিরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ “বাঙালী মেরে যারা বাংলা দখল করতে চায় তাদের বুলেটের জবাব ব্যালটে দেবেন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়”।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছোটন কিসকুর সমর্থনে খড়িবাড়ির জিসিএস স্কুল ময়দানে এক জনসভায় যোগদান করতে এসে বলেছেন, “শীতলকুচিতে যাদের পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের দোষ ছিল এটাই যে তারা দিল্লির নেতাদের কাছে মাথা নত করেননি, এরা দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পন করেননি, এরা বাংলার কৃষ্ট-সংস্কৃতি দিল্লির কাছে বিক্রি করেননি তাই তাদের গুলি করা হয়েছে”।
“বামফ্রন্ট আমলে নন্দীগ্রাম হত্যাকান্ড হয়েছিল। আর এবার শীতলকুচি। এদিকে প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করে জানাচ্ছেন, “এটি অত্যন্ত দুঃখ জনক ঘটনা”। অন্য দিকে বিজেপির রাজ্য সভাপতি বলে দিচ্ছেন, “শুধরে যান না হলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে”। তাই ১৭ তারিখ এই বিশ্বাস ঘাতকদের নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই বিশ্বাস ঘাতকদের বাংলা ছাড়া করতে হবে”।