প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লিতে নৈশভোজে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈশভোজে আমন্ত্রণ পেয়ে আজ ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজধানী যাচ্ছেন। এদিন সন্ধ্যায় নৈশভোজে সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত থাকবেন। অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা বিশ্বের দরবারে তুলে ধরতে এই সাতটি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিলেন।

এদিন প্রতিনিধি দলগুলির সদস্যদের সাথে নরেন্দ্র মোদী বৈঠকও করবেন। প্রসঙ্গত, গত ২২ শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করেছিল। এরপর পনেরো দিনের মাথায় ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় আঘাত হানে। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। আর প্রতিনিধি দলগুলির সদস্যরা অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার কথা বিশ্বের দরবারে তুলে ধরতে নানা দেশে যান।

সাতটি প্রতিনিধি দলে পঞ্চাশ জনের বেশী সদস্য ছিলেন। এর মধ্যে বেশীরভাগই বর্তমান সাংসদ। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলটি এশিয়ার পাঁচটি দেশে যায়। গত ২১ শে মে প্রথমে জাপান যান। দু’সপ্তাহে জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যান। সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন। তারপর ৩ রা জুন জুন রাতেরবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফেরেন।


পরদিন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচী থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে থাকতে পারবেন না বলে বিদেশমন্ত্রককে জানিয়ে দেন। আর বলেন, “তাঁর মতামত লিখিতভাবে জানাবেন।” এদিন অবশ্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন। সেখানে প্রতিনিধি দলের সদস্য হিসেবে পাঁচ দেশের সফরের কথা বৈঠকে তুলে ধরবেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031