অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্ট মামলার শুনানিতে রায় দেন যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইতে চোখের চিকিৎসা করাতে যেতে পারবেন।
প্রসঙ্গত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসা করাতে দুবাইতে যেতে আপত্তি জানালে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের রায় দেয় যে, ৩ রা জুন থেকে ১০ ই জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করাতে যেতে পারেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোটেল, ফোন নম্বর, বিমানের টিকিট, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে। মামলার শুনানিতে ইডির আইনজীবী এম ভি রাজু সওয়াল করেন, ফেরার বিনয় মিশ্র বর্তমানে দুবাইয়ে রয়েছেন। ইডির আশঙ্কা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্রের সাথে সাক্ষাৎ করে নিজেও দেশ ছেড়ে পালাতে পারেন।
Sponsored Ads
Display Your Ads Here
কারণ ২০১৭ সাল থেকে ২০২০ সাল অবধি তিনি একাধিক বার বিনয় মিশ্রের সাথে বিদেশ সফর করেছেন। এছাড়া ভারতে প্রচুর সেরা সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান থাকতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাইয়ে যেতে হচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন করা হয়। তাছাড়া কোন চিকিৎসকের কাছে দেখাবেন তাও স্পষ্ট করে জানানো হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশু বসু জানান, ‘‘আমি যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারি তাতে অসুবিধা কি আছে? দুবাইয়ের পরিবর্তে সিঙ্গাপুরে চিকিৎসা করতে যেতে পারি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তে সব রকম সাহায্য করা হচ্ছে।’’
বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘যদি কেন্দ্রীয় সরকার নিশ্চিত ভাবে জানে যে বিনয় মিশ্র দুবাইতে আছেন তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন?’’ তার জবাবে ইডির আইনজীবী বলেন, ‘‘কেন্দ্র এই বিষয়ে চেষ্টা করছে।’’
এরপর বিচারপতি বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই থেকে অন্যত্র পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় চিকিৎসা করাবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে তিনি এক জন সাংসদ। দুবাইয়ের হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজনকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
মামলাকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে নিয়ে যেতে চান।’’ অতএব সুপ্রিম কোর্ট তাঁকে যেকোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ আরোপ করেনি। শীর্ষ আদালত বলেছে, ইডির নোটিশের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে হবে। ফলে ওই নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যেতে কোনো বাধা নেই।’’