নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ সমপ্রেমী সন্দেহে বিদ্যুৎ এর পোস্টে বেঁধে এক তরুণীকে ব্যাপক মারধরের মতো নৃশংসনীয় ঘটনা ঘটেছে মালদার সাহাপুরে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
স্থানীয় জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর সাথে এলাকার আরো একটি তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এলাকার একাংশ বাসিন্দা সেই সম্পর্ক নিয়ে আপত্তি তোলেন। আর গতকাল তরুণীকে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নির্যাতিতার বয়ান রেকর্ড করে সমগ্র ঘটনাটি তদন্ত শুরু করেন। যদিও এখনো অবধি ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
ওই নির্যাতিতার সুরক্ষা ও দোষীদের শাস্তির দাবী জানিয়ে নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ এই প্রসঙ্গে জানান, “ধিক্কার! এই ঘটনার তীব্র নিন্দা করছি। সমপ্রেম কোনো রোগ নয়। মারধর করে ঠিক করা যায় না। প্রাপ্ত বয়স্ক মেয়ের ক্ষেত্রে কোনো পরিবার বা প্রতিবেশীর কোনো ক্ষমতা থাকে না।”
Sponsored Ads
Display Your Ads Here